দুদিন আগেও ব্রাজিল সুপারস্টার নেইমার ছিলেন পিএসজি মালিক নাসের আল খেলাইফির নয়নের মণি। ২২২ মিলিয়নে কেনা বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের জন্য একসময় এডিনসন কাভানিকেও নত হতে বলেছিলেন। কিন্তু খুব দ্রুতই বদলে গেল খেলাইফির অবস্থান। চারদিক থেকে ভেসে আসা নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনের মাঝে এবার কঠোর মন্তব্য করলেন তিনি। সরাসরি বললেন, ভালো না লাগলে চলে যেতে পারে নেইমার!
নেইমারের রিয়াল আর ম্যান ইউতে যাওয়ার গুঞ্জনের মাঝে খেলাইফি বললেন, খেলোয়াড় বা কোনো কিছুকেই ক্লাবের চেয়ে বড় নয়। তার ভাষায়, 'কোনো কিছু বা কেউই ক্লাবের চেয়ে বড় নয়, কোচ-খেলোয়াড়রা কেউই নয়। ক্লাবই সবসময় আগে থাকবে, এটাই বড়। কেউ যদি তা না মানে এবং এখানে সুখে না থাকে তাহলে তারা চলে যেতে পারে।'
অথচ গত সপ্তাহেই ২০০০ ভাগ নিশ্চয়তা দিয়ে আল-খেলাইফি জানিয়েছিলেন, পিএসজিতেই থাকবেন নেইমার। একই কথা বলেছিলেন দলটির বিদায়ী কোচ উনাই এমেরি। এক সপ্তাহেই ভোল পাল্টে খেলাইফি আরও বলেন, 'প্রত্যেককে অবশ্যই তাদের সেরাটা দিতে হবে। পিএসজির জন্য সর্বোচ্চটা করতে হবে। মালিক হিসেবে আমরা এখানে আসার পর ১৯টি শিরোপা জিতেছি। এটা বিশাল অর্জন। তবে আমাদেরকে এখনও অনেক সমালোচনা শুনতে হচ্ছে। যদিও ব্যাপারগুলো সব ক্লাবের ক্ষেত্রেই ঘটে থাকে।'
এদিকে, চলতি ফরাসি লিগে ২০ গোল করে ও ১৩ গোল করিয়ে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন নেইমার। গতকাল তার স্বদেশী সাবেক সুপারস্টার রিভালদো বলেছিলেন, 'নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে ভুল করেছে। এতে তার আর্থিক লাভ হলেও বিশ্বের সেরা ফুটবলার হতে পারবে না।' সেই ভুল যদি নেইমার এবার শুধরে নিতে চান, তাহলে খেলাইফির রাগ হওয়াই স্বাভাবিক। আর রিয়ালে গেলে তার আগের ক্লাব বার্সেলোনাও তাকে ভালো চোখে দেখবে না।
No comments:
Post a Comment