ফ্রান্সের চলছে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। গোটা বিশ্বের চলচ্চিত্র তারকারা কান উৎসবে অংশ নেন। কান উৎসবে অংশ নেয়া তারকারা নানা বিষয়ে প্রতিবাদও করেন। এবার ফিলিস্তিন হামলার প্রতিবাদে একত্র হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পীসহ বেশ কজন তারকা। তাদের একটাই চাওয়া ফিলিস্তিনের উপর থেকে বন্ধ করা হোক সব অমানবিক হামলা।
জানা যায়, ১৫ মে তারা যখন সবাই মিলে কান চলচ্চিত্র উৎসবে একটি বিক্ষোভ র্যালি বের করেন ঠিক সেই দিন ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় প্রায় ৬০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়। তাই সেদিন কান উৎসবে, রক্তের মতো লাল রং দিয়ে সাদা প্লেকার্ডে প্রতিবাদীরা লিখেন ‘গাজার উপর হামলা বন্ধ কর’। ফিলিস্তিনের নারী চলচ্চিত্র নির্মাতা অ্যানিমেমি জাকিরের নেতৃত্বে প্রতিবাদে যোগদেন কানে অংশ নেওয়া অন্য তারকারাও।
কান চলচ্চিত্র উৎসবের ফিলিস্তিনের প্যাভিলিওনের সামনে তারকারা একে অন্যের হাতে হাত রেখে দাঁড়িয়ে গাজার এই হামলার প্রতিবাদ জানান। সেই সঙ্গে প্রাণ হারানো ৬০ জন ফিলিস্তিনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন তারা। ফিলিস্তিনকে রক্ষার দাবি জানিয়ে উৎসবের ওই প্রতিবাদে প্রায় ২০০ মানুষ যোগ দেন।
তাদের মধ্যে ছিলেন আরবের চলচ্চিত্র নির্মাতা র্যাড অ্যান্ডোনি, ফিলিস্তিন নির্মাতা রশিদ মাশারাওয়াইসহ আরও অনেকেই। তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি সাধুবাদ জানিয়ে কানের বেশ কয়েকজন বিচারকও তাদের সঙ্গে একত্রিত হন। তাদের মধ্যে ছিলেন রাশিয়ার চলচ্চিত্র নির্মাতা কান্তিমির বালাগভ, ফ্রান্সের অভিনেত্রী ভার্জিনি লেডয়েন, মার্কিন অভিনেতা বেনিসিও দেল তোরোসহ আরও কয়েকজন।
No comments:
Post a Comment