পাঁচবার বিশ্বকাপ জেতা ফুটবলের দেশ ব্রাজিল বিশ্বের তৃতীয় বৃহত্তম বিয়ার উৎপাদনকারী দেশ। চলতি বছরে বিয়ার উৎপাদন আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ব্রাজিলে ফুটবল এখনো জনপ্রিয়তার শীর্ষে। কারণ ৭৭ ভাগ ব্রাজিলিয়ানের প্রথম পছন্দ ফুটবল, আর ৩৫ ভাগের কাছে বিয়ার। ২০১০ বিশ্বকাপে ব্রাজিলে বিয়ারের বিক্রি বেড়েছিল ১৫ ভাগ, সেখানে ২০১৪ বিশ্বকাপে ৩৭ ভাগ বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন জরিপকারীরা। সাও পাওলোর সুপার মার্কেট অ্যাসোসিয়েশন পরিচালিত জরিপ বলছে, গত বিশ্বকাপে ৮১৬ মিলিয়ন ডলারের বিয়ার বিক্রি হয়েছে। এদিকে বিয়ার উৎপাদন বাড়ায় সুবিধা ভোগের আশায় রয়েছে ব্রাজিল সরকার। এরই মধ্যে পানীয়র ওপর শুল্ক বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সামনে ব্রাজিলে সংসদ নির্বাচন অন্য দিকে বিশ্বকাপ ফুটবল খেলা । সব মিলিয়ে এ বছর বিয়ার উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ।

No comments:
Post a Comment