কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শারমিন সুলতানাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে তাকে সিআইডি কুমিল্লা দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়।
হত্যা মামলার তদন্ত সহায়ক দলের প্রধান সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের দল মঙ্গলবার ফের কুমিল্লায় যান। কুমিল্লাস্থ সিআইডির কর্মকর্তাদের নিয়ে দুপুরের দিকে তারা সেনানিবাসে প্রবেশ করেন। এ সময় তারা সেনানিবাস এলাকার যে স্থানে তনুর লাশ পড়ে ছিল সেই স্থানটি পুনরায় পরিদর্শন করেন। এরপর তারা তনুর বাসায় গিয়ে তার বাবা-মা, ভাইসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে সিআইডির ওই দলটি ৪ সেনা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। বিকালে কুমিল্লা সিআইডি কার্যালয়ে ফিরে এসে প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শারমিন সুলতানাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করেন।
মামলাটি বুঝে পাওয়ার পর থেকে সিআইডি এ পর্যন্ত গত এক মাসে সামরিক-বেসামরিক, চিকিৎসক-নার্সসহ অর্ধশতাধিক ব্যক্তিকে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করেছে।
জানা যায়, গত ২০ মার্চ রাতে কলেজছাত্রী তনুর লাশ সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। পরদিন তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি প্রথম তদন্তের দায়িত্ব পান কুমিল্লা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি)।
No comments:
Post a Comment