ব্রাজিলের শাসক সরকার থেকে বেরিয়ে গেছে বড় জোট সঙ্গী পিএমডিবি(ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি)। দিলমা রুসেফের ইমপিচমেন্টের দাবিতে সরকার থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় দলটির নেতা কর্মীরা। খবর বিবিসির।
এর আগে সোমবার পিএমডিবি দল থেকে মন্ত্রী হওয়া এক নেতা দিলমা রুসেফ সরকার থেকে পদত্যাগ করেন। তিনি ব্রাজিলের পর্যটন মন্ত্রী ছিলেন। মঙ্গলবার পিএমডিবি দলের বৈঠক হয়। সেখানে ভোটের মাধ্যমে দলটির সংখ্যাগরিষ্ঠ নেতা কর্মী দিলমা রুসেফের জোট সরকার থেকে বেরিয়ে যাবার পক্ষে সমর্থন ব্যক্ত করে। দলটির অধিকাংশ নেতাকর্মীর মতে দিলমা রুসেফ সরকার অনেক আর্থিক হিসাব লুকিয়ে রাখছে। এর ফলে দেশটির বিভিন্নখাতে ঘাটতি দেখা দিচ্ছে।
পিএমডিবি দল থেকে নির্বাচিত আরো ছয় মন্ত্রী দিলমা রুসেফ সরকারে আছে। তাদেরকেও পদত্যাগ করতে বলা হয়েছে। তারা পদত্যাগ না করলে তাদের এথিকস কমিটির শুনানির মধ্যে পড়তে হবে বলে দল থেকে সতর্ক করে দেয়া হয়েছে।
Saturday, April 2, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment