Friday, April 15, 2016
যুক্তরাষ্ট্রের আইন বিভাগের সঙ্গে মাইক্রোসফটের দ্বন্দ্ব
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের একটি ধারা নিয়ে মাইক্রোসফটের মধ্যে চলছে দ্বন্দ্ব। বিষয়টি নিয়ে সরাসরি অভিযোগের আঙুল তুলেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। আইনের ওই ধারা বলে দেশটির সরকার ই-মেইল ও অনলাইন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দিতে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করে। ব্যক্তিগত গোপনীয়তা অধিকার নিয়ে টেক ইন্ডাস্ট্রি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলা লড়াইয়ে মাইক্রোসফটের এ অভিযোগ নতুন দ্বন্দ্বের অভাস দিচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গ্রাহকরা ইলেক্ট্রনিক গ্যাজেট ও 'তথা-কথিত' ক্লাউড কম্পিউটিং কেন্দ্রে যেসব ই-মেইল ডকুমেন্ট, ছবি ও আর্থিক রেকর্ড সংরক্ষণ করেন তাতে অবাধে প্রবেশের স্বাধীনতা চেয়ে আসছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো। আর এরই সূত্রে কিছু দিন পর পর বিভিন্ন প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের দ্বন্দ্বের সূত্রপাত হয়। মাইক্রোসফট জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ ১৯৮৬ সালের 'ইলেক্ট্রনিক কমিউনিকেশন অ্যাক্ট'কে অপব্যবহার করছে। এ আইনের বলে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো মাইক্রোসফটের সার্ভারে থাকা গ্রাহক তথ্য দিতে সংশ্লিষ্টদের বাধ্য করে থাকে এবং এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকদের এ নিয়ে অবহিত করতে নিষেধাজ্ঞা আরোপ করে। এ আইনের বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভোক্তা রক্ষা অধিকারকে লঙ্ঘন করে থাকে বলেও জানিয়েছে মাইক্রোসফট।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment