ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে অর্ধসহস্রাধিক মানুষ।
প্রশান্ত মহাসাগরীয় উপকূলের এ দেশটিতে স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে ওই ভূমিকম্প আঘাত হানে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের পর প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া দেশটির ইসমেরাল্ডাস, লস রাইওস, সান্টা ইলিনা, গুয়াইয়েস ও সান্টো ডমিংগো প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস'র তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে।
সংস্থাটি আরও জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রথমটি ছিল রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এবং পরেরটি ছিল ৭.৮ মাত্রার।
জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস বলেন, ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশনা দেন তিনি।
উদ্ধার তৎপরতাও পুরোদমে শুরু করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশী দেশ পেরুও তার উত্তরাঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।
ইকুয়েডরের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের কাছে অবস্থিত বাণিজ্যিক নগরী গুয়াকুইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর রাজধানী কুইটোর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
Sunday, April 17, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment