Sunday, April 10, 2016
সিরিয়ার আলেপ্পোতে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩৫
সিরিয়ার দ্বিতীয় নগরী আলেপ্পোয় গত ২৪ ঘন্টায় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৬ সরকারপন্থী যোদ্ধা এবং আল কায়েদার সহযোগী একটি সংগঠন ও বিদ্রোহী বিভিন্ন দলের সমন্বয়ে একটি জোটের ১৯ সদস্য নিহত হয়েছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো প্রদেশের দক্ষিণে বিভিন্ন রণাঙ্গনে গত মধ্যরাতে ব্যাপক যুদ্ধ হয়েছে। সংগঠনটি জানায়, জিহাদি ও বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও অন্যান্য অনুগত মিলিশিয়াদের পাশাপাশি লেবাননের শিয়া হিজবুল্লাহ যোদ্ধারাও যুদ্ধ করেছে। গত ২৪ ঘণ্টায় যুদ্ধ ও গোলার আঘাতে আল নুসরার সিরীয় ও অ-সিরীয় ১৯ সদস্য এবং ১৬ সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। এক আত্মঘাতী জিহাদি নিজেকে উড়িয়ে দেয় বলেও জানায় সংগঠনটি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় অস্ত্রবিরতি জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধে কার্যকর নয়। সিরিয়ার বেশির ভাগ এলাকায় গত ২৭ ফেব্রুয়ারি অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। বিদ্রোহী জোটের পাশাপাশি আল নুসরার যোদ্ধারা রয়েছে এমন সব এলাকায় অস্ত্রবিরতি সত্ত্বেও সহিংসতা হচ্ছে। মানবাধিকার সংগঠনের পরিচালক রামি আব্দেল রহমান বলেন, বিশেষত আলেপ্পোর প্রধান প্রধান রণাঙ্গনে অস্ত্রবিরতি ভেঙে পড়েছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment