কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা মামলা তদন্তে ঢাকা ও কুমিল্লার সিআইডির একটি দল ফের শনিবার কুমিল্লা সেনানিবাস এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল ৯টায় দলটি সেনানিবাসে যায় এবং দুপুর পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলো। শুক্রবারও দিনভর কুমিল্লা সিআইডির একটি দল সেনানিবাসের তিনটি স্থান পরিদর্শন করেন।
সিআইডি কুমিল্লার একটি সূত্র জানায়, সিআইডি ঢাকার সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দের নেতৃত্বে সিআইডি’র দলটি সেনানিবাস এলাকার তনু মরদেহ উদ্ধারের স্থানসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় দলটি সেনানিবাসের বাইরে নিয়ে তনুর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে। দলের অন্যান্যদের মাঝে রয়েছেন ঢাকা থেকে আগত সিআইডির দুইজন সিনিয়র এসপি, কুমিল্লা সিআইডির সিনিয়র এসপি ড. নাজমুল করিম খান, কুমিল্লার সিনিয়র এএসপি জালাল উদ্দিন আহমেদ, এএসপি মোজাম্মেল হক, পরিদর্শক শাহনেওয়াজ, মামলার তদন্তকারী কর্মকর্তা গাজী ইব্রাহীমসহ সিআইডি’র আরো কয়েকজন সদস্য।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার বাসার অদূরে একটি জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। পুলিশ ও ডিবি’র পর মামলাটি তদন্ত করছে সিআইডি। গত ৩০ মার্চ সিআইডি ঢাকার সিনিয়র পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত সহায়ক কমিটি গঠন করা হয়।
No comments:
Post a Comment