Monday, April 4, 2016
বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সংঘর্ষ, নিহত ৪
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বেসরকারি বিদ্যুত্কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে পাঁচজন নিহত হয়েছে বলে স্থানীয় লোকজন দাবি করেছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, তারা চারজনের লাশ পেয়েছে। উপজেলার গণ্ডামারা ইউনিয়নে মুজিবকেল্লা এলাকায় সোমবার বিকেলে এ সংঘর্ষ হয়। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তারা গুলি ছোড়ে। রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন বলেছে, তিনজনের লাশ থানা হেফাজতে রয়েছে। একজনের লাশ আছে হাসপাতালে। এ চারজন হলেন মর্তুজা আলী, জাকের আহমেদ, জহির ও আনোয়ার আলী। তবে তখন পর্যন্ত তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ হাবিবুর রহমান রাত সাড়ে ৮টায় কালের কণ্ঠকে বলেন, 'দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কিন্তু সমাবেশ আয়োজনকারী স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সংঘর্ষ থামানোর চষ্টো করলে পুলিশের ওপর হামলা করা হয়। তখন আত্মরক্ষার্থে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে।' নিহতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, নিহতদের লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো বলা যাচ্ছে না।' পুলিশ কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment