কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে এ আবেদনে। রবিবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, তনু হত্যাকাণ্ডের তদন্ত হাত বদলাচ্ছে। প্রথমে থানা পুলিশ, পরে ডিবি ও সর্বশেষে সিআইডির কাছে এ হত্যাকাণ্ডের তদন্তের ভার দেয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তদন্তের অগ্রগতির সম্পর্কে দেশবাসী কিছুই জানে না। প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতেই বারবার তদন্তসংস্থা বদল করা হচ্ছে। তাই এ হত্যাকাণ্ডে কারা জড়িত, তা বের করে আনতে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।
অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জানান, চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
No comments:
Post a Comment