ইকুয়েডরে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।
গত শনিবার ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় প্রায় ৫০০ জনের মতো মানুষ নিহত হয়।
প্রশান্ত মহাসাগরী সুনামি সতর্কতা সেন্টার জানিয়েছে, নতুন ভূমিকেম্পর উত্পত্তিস্থল ছিল প্রশান্ত মাহসাগরীয় উপকূলীয় শহর এসমেরাল্ডস। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ট থেকে ১০ কিলোমিটার নিচে।
ইকুয়েডরের জিওফিজিক্যাল ইনস্টিটিউট বলেছে, স্থানীয় সময় দুপুর তিনটা ৩৩ মিনিটে এই কম্পন অনুভূত হন। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর: রয়টার্স।
No comments:
Post a Comment