জীবনে যখন অর্থের অভাব দেখা দেয়, তখন ভালাবাসা দূরে সরে যায়। যেন অর্থ উপার্জনই প্রধান হয়ে দাঁড়ায়। ঠিক তেমনি একজন বাংলাদেশী যুবক আয় রোজগারের উদ্দেশ্যে পাড়ি জমায় দূর প্রবাসে।
অন্যদিকে প্রবাসীর স্ত্রী দিলখোলা। বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করেই তার সময় কাটতো।
এভাবে এক তরুণের সাথে পরিচয় এবং তার হাত ধরে সি গ্রেডের মডেলিং এ প্রবেশ করে। মডেলিং করতে গিয়ে অনেক যুবকের সাহচর্যে আসেন সে তরুণী। এদের একজনের সাথে তার অন্য-রকম এক সম্পর্ক গড়ে উঠে।
সে সম্পর্কটি শুধু একদিনের নয়। বলা যায় দিনের পর দিন অন্য যুবকের সাথে এক বিছানায় গোপন মিলনে যান সেই প্রবাসীর স্ত্রী।
গোপন সম্পর্কে তারা এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে, তা সরাসরি মোবাইলে ভিডিও ও করতো।


No comments:
Post a Comment