ফেনীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ফেনী মডেল থানা পুলিশ আবুল কালাম (৫০) নামে একজনকে আটক করেছে। ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া ফরায়েজি কোনা এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা ও আত্মীয় স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
পুলিশ, হাসপাতাল ও শিশুটির বাবা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া ফরায়েজি কোনা এলাকার নিজ বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল স্থানীয় ফরায়েজী কোনা ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেনীর পড়ুয়া শিশুটি। এ সময় একই বাড়ির আবুল কালাম (৫০) মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। ফাঁকা ঘরে শিশু মেয়েটির সাথে আবুল কালাম জোর জবরদস্তি ও মেয়ে শিশুটির শরীরে বিভিন্ন স্থানে কামড় দিতে থাকলে শিশুটি চিৎকার করে উঠে। এ সময় বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবুল কালামকে আটক করে থানায় নিয়ে আসে।
ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসিম কুমার সাহা জানান, ৬ বছর বয়সী একটি শিশু হাসপাতালে আনা হয়েছিল। তার শরীর, বুক ও স্পর্শকাতর স্থানে কামড়ের দাগ পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে তার অভিভাবকের দায়িত্বে দেয়া হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া ফরায়েজি কোনা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবুল কালাম নামে একজনকে আটক করা হয়েছে।


No comments:
Post a Comment