Thursday, April 21, 2016
অভিশংসন নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হচ্ছেন রোসেফ
অভিশংসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টায় অবশেষে জাতিসংঘে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ। বুধবার তার মন্ত্রিসভার আরও একজন মন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করায় রাজনৈতিক সঙ্কটে ব্রাজিলের মন্ত্রিসভা প্রায় অকার্যকর হয়ে পড়ছে। খবর রয়টার্সের। এ পরিস্থিতিতেই শুক্রবার জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন রোসেফ। সেখানে তিনি নিজের অভিশংসনের উদ্যোগকে অবৈধ অভিহিত করে এর নিন্দা জানাবেন। এ উদ্যোগকে ‘অস্ত্র ছাড়া ক্যু’ বলে অভিহিত করেছেন রোসেফ। এর কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয় ছাড়তে বাধ্য হতে পারেন তিনি। এদিকে তার বিরোধীরাও প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে তদবির করতে যুক্তরাষ্ট্রে গেছেন। বিরোধী পিএসডিবি পার্টির নেতা সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান অ্যালয়িসিও নুনেস যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রয়েছেন। অভিশংসন প্রক্রিয়া কীভাবে সংবিধান সম্মত যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের কাছে তা তুলে ধরবেন তিনি। ওদিকে রোসেফের মন্ত্রিসভার জ্বালানিমন্ত্রী এদুয়ার্দো ব্রাগা জানিয়েছেন, নিজের দল পিএমডিবি পার্টির নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন তিনি।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment