Friday, April 15, 2016
আওয়ামী লীগ গণতন্ত্রকে ‘অবরুদ্ধ’ করে রেখেছে : মির্জা ফখরুল
আওয়ামী লীগ সরকার হামলা-মামলা দিয়ে মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে রুখে দিয়ে প্রকারান্তরে গণতন্ত্রকে ‘অবরুদ্ধ’ করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর সদরের রামডুবি মোড়ে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা দিয়ে নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু হামলা-মামলা দিয়ে বিএনপিকে রুখে দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ‘ঐক্যবদ্ধ’ রয়েছে বলে দাবি করে তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা ‘অবরুদ্ধ গণতন্ত্র’ মুক্ত করতে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে। ফখরুল বলেন, দেশে হাহাকার চলছে। কৃষকের উৎপাদিত ফসলের দাম নেই। বিদ্যুতে শুরু হয়েছে ভেলকিবাজী। এসব থেকে মুক্তি পেতে বিএনপির পক্ষে দেশের মানুষকে এখুনি ঐক্যবদ্ধ হতে হবে। দিনাজপুর কোতোয়ালী বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, সহ-সভাপতি মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বলসহ আরো অনেকে। বক্তব্য শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুন্দরবন ইউপির চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে কোতয়ালী বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিককে পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল। এরপরে বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজুর নেতৃত্বে বীরগঞ্জে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment