Social Icons

Friday, April 15, 2016

ব্রাজিলের প্রেসিডেন্ট অভিশংসনের পক্ষে কংগ্রেশনাল কমিটি

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে দেশটির কংগ্রেশনাল কমিটি। উদ্দেশ্যমূলকভাবে সরকারি হিসাব ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিশংসনের দাবি উঠেছে।  আর কংগ্রেশনাল কমিটির সমর্থনের পর এ দাবি আরো জোরালো হলো।
কংগ্রেশনাল কমিটির ৬৫ সদস্যের মধ্যে দিলমা রুসেফের অভিশংসনের দাবির পক্ষে ভোট দিয়েছেন ৩৮ জন। এর বিপক্ষে ভোট পড়েছে ২৭। এখন সবার চোখ থাকবে ১৭ ও ১৮ এপ্রিল ব্রাজিলে অনুষ্ঠেয় নিম্নকক্ষের ভোটের দিকে।
বিবিসি জানিয়েছে, দেশের ক্রমবর্ধমান ঘাটতি লুকিয়ে রাখতে সরকারি হিসাব উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করেছেন বলে দিলমা রুসেফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে রুসেফ সরকারের অভিযোগ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ব্রাজিল। অভিশংসনের দাবির পক্ষে ও বিপক্ষে মানুষের বিক্ষোভ দমন করতে রাজধানী ব্রাসিলিয়ায় প্রস্তুত রয়েছে পুলিশ। এর আগে কংগ্রেশনাল কমিটির ভোটের সময় ভবনের বাইরে প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে বিপক্ষে জনসমাবেশ দেখা গেছে।
বিবিসি জানায়, কংগ্রেশনাল কমিটির ভোট মূলত প্রতীকী। তবে এই ভোটই ব্রাজিলের কংগ্রেসের নিম্নকক্ষে কোনো বিষয়ের পক্ষে-বিপক্ষে সমর্থনের অনুপাত বোঝায়। কংগ্রেসের নিম্নকক্ষে ভোটার সংখ্যা ৫১৩। কোনো বিষয় সিনেটের কাছে পাঠাতে নিম্নকক্ষের ৩৪২ ভোট প্রয়োজন হয়। বিষয়টি রুখতে প্রয়োজন ১৭২ ভোট। আর কোনো বিষয় সিনেটের কাছে পাঠানো হলে তা ১৮০ দিনের জন্য বন্ধ রাখা হয়। রুসেফের অভিশংসনের পক্ষে নিম্নকক্ষের ভোট পড়লে তাঁকে ওই নির্দিষ্ট সময়ের জন্য বরখাস্ত করা হবে। আর ওই সময়ে নির্দিষ্ট বিষয়টি নিয়ে সিনেটে বিতর্ক চলবে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘এস্তাদো’ জানিয়েছে, তাদের সর্বশেষ মতামতে নিম্নকক্ষের ২৯২ ভোট রুসেফের অভিশংসনের পক্ষে পড়তে পারে, এর বিপক্ষে আছেন ১১৫ জন। তবে এখনো ১০৬ সদস্য মত ঠিক করেননি।
বিবিসির বিশ্লেষণ
সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। অর্থনীতি চাঙ্গা রাখতে মিথ্যার আশ্রয় এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ তেল কোম্পানি পেট্রোবাস দুর্নীতির সঙ্গে প্রেসিডেন্টের নাম জড়িয়ে পড়েছে। তবে এখনো বিভিন্ন সমীক্ষায় দিলমা রুসেফের পক্ষের অধিকাংশ ব্রাজিলীয়র সমর্থন দেখা যায়। আর রুসেফের দল ওরকার্স পার্টি কংগ্রেস রুসেফের অভিশংসনের পক্ষে মত দেওয়াকে নির্বাচিত সরকার উৎখাতের অপচেষ্টা বলে মন্তব্য করেছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates