ঘরের মাঠে অলিম্পিক ফুটবলের আসরে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে প্রথম সোনার সন্ধানে থাকা ব্রাজিল। নেইমারদের সঙ্গে একই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্ক।
ব্রাজিলের রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে বৃহস্পতিবার ২০১৬ অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়। আগামী ২০ আগস্ট ব্রাজিলের বিখ্যাত এই স্টেডিয়ামেই হবে প্রতিযোগিতার ফাইনাল; দুই বছর আগে যেখানে ফুটবল বিশ্বকাপের ফাইনাল হয়েছিল।
ব্রাজিলের তুলনায় কিছুটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া রয়েছে। তবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন দর্শকরা। মেসির পর রোনালদোও অলিম্পিকে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকোকে গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। ‘সি’ গ্রুপে মেক্সিকোর তিন প্রতিপক্ষ হলো- জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ফিজি।
‘বি’ গ্রুপে কলম্বিয়ার তিন প্রতিপক্ষ হলো- সুইডেন, নাইজেরিয়া ও জাপান। এতে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে হামেস রদ্রিগেজদের যে কঠিন পরীক্ষায় পড়তে হবে সেটি বলার অপেক্ষা রাখে না।
আগামী ৪ আগস্ট গ্রুপ ‘এ’র দুই প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্কের ম্যাচ দিয়ে শুরু হবে অলিম্পিক ফুটবলের আসর। একইদিনে দ্বিতীয় ম্যাচে রিও ডি জেনেরোতে ব্রাজিল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখনো অলিম্পিকের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। ব্রাজিলিয়ানদের সেরা সাফল্য ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালে রূপার পদক জয়। চার বছর আগে নেইমার, থিয়াগো সিলভা, মার্সেলো, লুকাস মৌরা, অস্কার, হাল্ক ও দানিলোর মতো তারকারা ব্রাজিলের হয়ে মাঠ মাতালেও লন্ডনের ফাইনালে মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরে যায় সেলেসাওরা।
অলিম্পিক ফুটবলের গ্রুপিং:
গ্রুপ এ: ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরাক ও ডেনমার্ক।
গ্রুপ বি: কলম্বিয়া, সুইডেন, নাইজেরিয়া ও জাপান।
গ্রুপ সি: মেক্সিকো, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও ফিজি।
গ্রুপ ডি: আর্জেন্টিনা, পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া।


No comments:
Post a Comment