বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সমকালকে এতথ্য জানান। তিনি বলেন, 'সোমবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় এ মহড়া চলবে।'
বিটিআরসির একটি সূত্র জানায়, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার মতো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ইন্টারনেট যোগাযোগ বন্ধের মহড়া এটি। মোবাইল ও তারযুক্ত উভয় ধরনের ইন্টারনেট এই মহড়ার আওতায় পড়বে।
গুলশানের ওই হামলার ঘটনার পর বিটিআরসি ইন্টারনেট সেবার ক্ষেত্রে প্রযুক্তিগত বেশকিছু উন্নয়ন (আপগ্রেডেশন) ঘটিয়েছে। প্রযুক্তিগত ওই সক্ষমতা মহড়ার মাধ্যমে যাচাই করা হবে।
বিটিআরসি চেয়ারম্যান জানান, মহড়ার কারণে ঢাকার অনেক এলাকায় ৫ থেকে ১০ মিনিটের জন্য ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।
তবে কোন এলাকায় কখন এই মহড়া হবে তা আগে থেকে গ্রাহককে জানানো সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ, গত ১ জুলাই হলি আর্টিজানে হামলার পর জিম্মি কয়েকজনকে খুন করে সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে দেশের বাইরে পাঠায় হামলাকারীরা। পরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিজস্ব সাইট 'আমাক'-এর বরাত দিয়ে সেই ছবি প্রকাশ করে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সাই্ট ইন্টেলিজেন্স।
No comments:
Post a Comment