এর আগে অব্যবস্থাপনার অভিযোগ এনে অলিম্পিক ভিলেজ বয়কট করেছিল অস্ট্রেলিয়ার অলিম্পিক দল। টয়লেটে পর্যাপ্ত পানির অভাব, পাইপ থেকে জল পড়া, ইলেকট্রিক তার বিপজ্জনক ভাবে বেরিয়ে থাকা, সিড়িতে আলোর অভাব এবং নোংরা মেঝে প্রতি আঙুল তুলেছিল অস্ট্রেলিয়া।
পরে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আবার ভিলেজে ফিরে আসে তারা।
তবে চুরির ঘটনাটি ঘটেছে মূলত আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে। ফেলে দেয়া সিগারেট থেকে গত শনিবার ভিলেজের অস্ট্রেলিয়ান কোয়ার্টারে আগুন লাগার ঘটনা ঘটে। ভোর রাতে আগুন লাগার পর নিরাপত্তা-কর্মীরা রুমে-রুমে যেয়ে ১০০ অ্যাথলেটকে সতর্ক করেন। তবে দ্রুতই আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লাগার পর দ্রুতই ভিলেজ থেকে বাইরে চলে আসে অজি দল। সেই সময়ই জিকা ভাইরাস প্রতিরোধের জন্য বিশেষভাবে তৈরি বেশ কয়েকটি শার্ট ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায় তস্কররা।
চোরকে দেখেছেন বলে জানান অজি অলিম্পিক দলের প্রধান। তবে নিজেদের দলের কেউ মনে করে চোরকে থামাননি তিনি। আগুন লাগার ঘটনায় আয়োজকদের একহাত নেন চিল্লার। তিনি বলেন, ‘এখানে অনেক ধূমপায়ী রয়েছেন। অথচ এটা নাকি ধূমপানমুক্ত এলাকা!’
সূত্র: এবিসিডটনেট
No comments:
Post a Comment