অলিম্পিক কমিটি চেয়েছিল ২০০০ ও ২০১২ সালে দেশটির একমাত্র ব্রোঞ্জপদক বিজয়ী শুটার ফাহাইদ আল দেহানি স্বাধীন অলিম্পিকের পতাকা বহন করবেন। তবে দেশ বাদে আর কারো পতাকা বহন করতে অপারগতা জানিয়েছেন এই শুটার।
দেহানি বলেন, ‘আমি একজন সেনা সদস্য। কুয়েতের জাতীয় পতাকা ছাড়া আর কোনো পতাকা উচিয়ে আমার পক্ষে সম্ভব নয়।’
তিনি জানিয়েছেন অলিম্পিকে নিজের দেশ ছাড়া কোনো সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করবেন না তিনি।
এদিকে অলিম্পিক থেকে কুয়েতকে বহিষ্কার করায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ১ বিলিয়ন ক্ষতিপূরণ দাবী করেছে দেশটির সর্বোচ্চ ক্রীড়া সংস্থা। সুইস কোর্টের মাধ্যমে এই ক্ষতিপূরণ দাবীর কথা নিশ্চিত করেছেন কুয়েতের যুব ও তথ্য মন্ত্রণালয়।
No comments:
Post a Comment