এরপর ভাঙাচোরা দলকে নিয়ে পর্তুগালকে ইউরো জেতান রোনালদো। অনেক জেতার এই বছরটিতে তাই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বছর বললেন সিআরসেভেন।
এই সময়টাতে ক্লাব আর দেশের জার্সি সব জায়গাতেই উজ্জল ছিলেন রোনালদো।
উয়েফাকে দেয়া এক সাক্ষাতকারে এই তারকা ফুটবলার বলেন, ‘ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মৌসুম কাটিয়েছি। অন্তত ট্রফির বিচারে তো সেটা বলাই যায়। তবে শুরুটা ভালো না করলেও জিজু আসার পর পুরনো রুপেই ফিরে আসে দল।’
তবে রোনালদো চ্যাম্পিয়নস লীগের চেয়ে দেশের হয়ে ইউরোর ট্রফিটাকেই এগিয়ে রাখলেন। ‘আমি এর আগেও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। তবে ইউরোর শিরোপাটা ছিল অন্যরকম কিছু।’
দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কারস্বরুপ উয়েফা বেস্ট প্লেয়ারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন রোনালদো। তার সঙ্গে রয়েছেন সতীর্থ গ্যারেথ বেল ও ফ্রান্সের আঁতোয়া গ্রিজমান। সূত্র: ফক্সস্পোর্টস
No comments:
Post a Comment