সুইডেনের গোথেনবার্গ শহরের একটি ফ্ল্যাটের মধ্যে ছোঁড়া গ্রেনেড বিস্ফোরিত হয়ে আট বছরের এক শিশু নিহত হয়েছে।
যুক্তরাজ্যের বার্কিংহাম থেকে সুইডেনের বিসকপ্সগার্টেন এলাকায় আত্মীয়র বাসায় মা ও বোনের সঙ্গে বেড়াতে এসেছিল ইউসুফ ওয়ারসেম।খবর দ্যা ইনডিপেন্ডেন্টের।
সোমবার গভীর রাতে এক দুর্বৃত্ত ফ্ল্যাটের জানালা দিয়ে ভেতরে একটি গ্রেনেড ছুঁড়ে মারে। এতে মা ও বোনের সঙ্গে ঘুমিয়ে থাকা ইউসুফ ছাড়াও পাঁচ শিশুসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এ বৃটিশ স্কুলছাত্র।
পুলিশের মুখপাত্র থমাস ফাক্সবার্গ জানান, গত বছর একই এলাকায় এক ব্যক্তি নির্বিচার গুলি চালানোর সময় গ্রেফতার হয়েছিল। তার ধারণা, সোমালীয়দের গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে।
Wednesday, August 24, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment