সেকেন্ডেই পৌঁছে যাচ্ছে হাজার হাজার কিলোমিটার। মিনিটে মিনিটে বাড়ছে লাইক, শেয়ার! ২০ বছরের কলেজ পড়ুয়ার সঙ্গে সোনা জয়ে হ্যাটট্রিক করা বোল্টের রাত্রিযাপনের ছবি ইন্টারনেটে ফাঁস হতেই ভাইরাল।
গোটা একটা মাসজুড়ে খবরের শিরোনামে ছিলেন জামাইকান তারকা। 'বিদ্যুৎ বোল্ট' নিয়ে এতদিনে রচনা হয়ে গিয়েছে মহাকাব্য। রিও অলিম্পিকই শেষ, জানিয়েছিলেন বোল্ট।
ইতিহাস সৃষ্টি করা বোল্ট মহাকব্যের শেষ পাতাটায় যেন একটা ছোট্ট কালি বড় আকারে ছাপা হয়ে থাকল। রিও অলিম্পিকের মঞ্চে নিজেকে 'পৃথিবী শ্রেষ্ঠ' হওয়ার সার্টিফিকেট দেয়ার ২৪ ঘণ্টাও কাটেনি, এ কি ঘটে গেল বোল্টের সঙ্গে! লজ্জায় মাথাকাটা যাচ্ছে উসাইন বোল্টের।
লজ্জিত কলেজ পড়ুয়া জেডি দুয়ারতেও, 'এটা খুবই নেতিবাচক। আমি কখনই এভাবে শিরোনামে আসতে চাইনি। আমার লজ্জা করছে।'
জেডি দুয়ারতে ব্রাজিলের একটি কলেজের ছাত্রী। বোল্টের সঙ্গে প্রথম দেখা ৩০তম জন্মদিনে। নিশিযাপনের ছবি তুলেছিলেন দুয়ারতেই।
আর তার ফোন থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি।
দুয়ারতে স্বীকার করেছেন, তিনি নিজেই বান্ধবীদের বোল্টের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার মুহূর্তের ছবি পাঠিয়েছিলেন।


No comments:
Post a Comment