রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতংক ছড়িয়ে পড়ে।
বুধবার বিকাল ৪টা ৩৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এর মাত্রা ছিল ৭ ।
ভূমিকম্পে রাজধানীতে আতংকিত মানুষ রাস্তায় নেমে আসে। অনেক ভবনের ছাদে অবস্থান নেয়।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়।
মঙ্গলবার রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪০৯ কিলোমিটার পূর্বে।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment