Social Icons

Thursday, August 18, 2016

মোটা হওয়ায় বরখাস্ত টিভি উপস্থাপক

মোট হওয়ার কারণে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের আট নারী উপস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসাথে তাদের ওজন কমানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।
 
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  ইজিপসিয়ান রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়ন এই নারীদের ‘ডায়েট কন্ট্রোল’ করে ওজন কমাতে একমাস সময় দিয়েছে।
 
প্রতিষ্ঠানটির ভাষায় তাদেরকে টিভির জন্য ‘উপযুক্ত চেহারা’ নিয়ে তারপর আসতে বলা হয়েছে। সেখানকার একটি ওয়েবসাইটে এ খবর এসেছে। প্রতিষ্ঠানের পরিচালক পদে আছেন স্বয়ং একজন নারী। সাফা হেগাজি নামের ঐ নারী নিজে রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক ছিলেন।
 
এই ঘোষণা উপস্থাপকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। খাদিজা খাত্তাব বাদপড়া উপস্থাপকদের মধ্যে একজন। তিনি দর্শকদের আহ্বান জানিয়ে বলেছেন, তার সাম্প্রতিক টেলিভিশন অনুষ্ঠান দেখতে। তিনি আসলেই ‘মোটা’ কিনা তা যাচাই করে তাকে কাজ থেকে বাদ দেয়া উচিত কি-না সেই মতামত দিতে বলেছেন।
 
মেয়েদের অধিকার বিষয়ক একটি সংগঠন একে নারীদের প্রতি সহিংসতার একটি ধরণ হিসেবে দেখছে।
 
গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিষ্ঠানটির উচিত কেমন দেখাচ্ছে তার দিকে মনোযোগ না দিয়ে কি প্রচার করা হচ্ছে সেদিকে নজর দেয়া।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates