তুরস্কে দুটি পৃথক শহরে দুটি বড় গাড়িবোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২১৯ জন।
প্রথম হামলাটি হয়েছে তুরস্কের পূর্বাঞ্চলের শহর ভানে, পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হামলায় তিন জন নিহত হয়। সেই হামলায় আহত হয়েছে ৭৩ জন। ওই হামলার ঘণ্টাখানেকের মধ্যে এলাজিগ শহরের একটি পুলিশ স্টেশনে বামা হামলায় তিন জন পুলিশ নিহত ও ১৪৬ জন আহত হয়।
তুর্কি কর্মকর্তারা এই হামলার কুর্দি জঙ্গি পিকেকে-কে দায়ী করা হয়েছে। গত বছর সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকায় পিকেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। বিবিসি।


No comments:
Post a Comment