Tuesday, August 2, 2016
আর্জেন্টিনার নতুন কোচ বাউজা
ডিয়েগো ম্যারাডোনা বিনা পারিশ্রমিকেই আর্জেন্টিনার কোচ হতে চেয়েছিলেন। কিন্তু তার সেই আকুতি গ্রাহ্য করলো না আর্জেন্টিনা ফুটবল সংস্থা। অভিজ্ঞ এদগার্দো বাউজাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। আর্জেন্টিনার শক্ত অবস্থান ধরে রাখা ও লিওনেল মেসিকে অবসর থেকে ফিরিয়ে আনার প্রাথমিক চ্যালেঞ্জ বাউজার হাতে। ৫৮ বছরের বাউজা খেলোয়াড়ী জীবনে ছিলেন ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে মোটে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা তার। তবে দীর্ঘদেহী বাউজার ক্লাব সাফল্য দারুণ। আর্জেন্টিনার কোচ হওয়ার আগে ছিলেন ব্রাজিলের সাও পাওলোর কোচ। ক্লাবটিকে নিয়েছিলেন দক্ষিণ আমেরিকার মহাদেশীয় টুর্নামেন্ট কোপা লিবারতাদোরেসের সেমিফাইনালে। দুইবার কোপা লিবারতোদোরেস জয়ের অভিজ্ঞতা তার। ২০১৪ সালে পোপ ফ্রান্সিসের প্রিয় দল সান লরেঞ্জোকে জিতিয়েছিলেন শিরোপাটি। তার আগে ২০০৮ সালে এলডিইউ কুইতো তার কোচিংয়ে মর্যাদার শিরোপা জেতে। জুনের শেষে কোপা আমেরিকার ফাইনালে হারের পর আর্জেন্টিনার ফুটবল বড় ধাক্কা খায়। কখনো বড় শিরোপা জিততে না পারার হতাশায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেন মেসি। তাদের ফুটবল সংস্থা এখনো মেসিকে ফেরানোর চেষ্টা করছে। সংস্থাটির প্রেসিডেন্ট যেমন বাউজাকে কোচ নিয়োগের খবর দিয়ে জানালেন, "মেসির সাথে তার যোগাযোগ আছে।" বাউজার প্রথম কাজ হবে মেসিকে দেশের পক্ষে আবার খেলতে রাজি করানো। মেসির অবসরের পর কোচ গেরার্দো মার্তিনো পদত্যাগ করেন। ফুটবল সংস্থার নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পদ ছাড়েন তিনি। এরপর একের পর এক কোচের সাথে যোগাযোগ করে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ। কিন্তু আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে, সেভিয়ার কোচ হোর্হে সামপাওলি ও টটেনহাম হটস্পারের কোচ মারিসিও পচেত্তিনো প্রস্তাব ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত নতুন কোচ পেল আর্জেন্টিনার ফুটবল। বাউজা দলের দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনা ১ সেপ্টেম্বর উরুগুয়ের সাথে এবং ৬ সেপ্টেম্বর ভেনিজুয়েলার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে।
Labels:
খেলাধুলা,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment