Tuesday, August 2, 2016
ব্রাজিল অলিম্পিকে অংশ নিতে বাংলাদেশ থেকে ৭ জন ক্রীড়াবিদ যাচ্ছে রবিবার রাতে
আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেরিনো শহরে বসতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস-২০১৬। অন্যান্যবারের মতো এবারও এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে বিভিন্ন ডিসিপ্লিনে মোট সাতজন ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে বাংলাদেশের অ্যাথলেট ও কর্মকর্তাগণ ব্রাজিল যেতে শুরু করেছেন। রবিবার রাতে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়েন শ্যুটার আব্দুল্লাহেল বাকি। আজ ভোরে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অ্যাথলেট মেজবাহ আহমেদ ও শিরীন আক্তার। তাদের সঙ্গে ব্রাজিল যাচ্ছেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার। আগামীকাল গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার শ্যামলী রায় ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। এবারই প্রথম বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ক্রীড়াবিদ অলিম্পিকে যাচ্ছেন। তার মধ্যে ইতিহাস গড়ে যাচ্ছেন গলফার সিদ্দিকুর রহমান। প্রথম কোনো বাংলাদেশি অ্যাথলেট হিসেবে তিনি সরাসরি অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন। অ্যান্যরা বিশেষ ওয়াইল্ড কার্ড পাওয়ার মধ্য দিয়ে অলিম্পিকের টিকিট পেয়েছেন। ৭ জন অ্যাথলেটের পাশাপাশি আরো ১৭ জন কর্মকর্তা যাচ্ছেন ব্রাজিলে। সব মিলিয়ে মোট ২৪ সদস্যের বাংলাদেশ দল দক্ষিণ আমেরিকার দেশটিতে যাবেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment