Social Icons

Tuesday, August 2, 2016

প্যারাগুয়ের কারাগারে এসি রুম, প্লাজমা টিভি, লাইব্রেরি

প্যারাগুয়ের একটি কারাগারে দণ্ডিত এক কয়েদির সেলে অভিযান চালিয়ে বিলাসবহুল কক্ষ খুঁজে পেয়েছে পুলিশ। বিবিসি জানিয়েছে, প্যারাগুয়ের রাজধানীর কাছে টাকুম্বু কারাগারে এক ব্রাজিলীয় মাদক হোতার ওই তিন রুমের সেলটিতে শীতাতপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষ, প্লাজমা স্ক্রিন টেলিভিশন, লাইব্রেরি ও রান্নাঘরের সন্ধান পেয়েছে পুলিশ।
 
সেলটিতে এয়ারকন্ডিশনার, আরামদায়ক আসবাবপত্র, অ্যাটাচড বাথরুম ও ডিভিডির সংগ্রহও ছিল। এসব ডিভিডির মধ্যে কলম্বিয়ার নিহত মাদক ‘সম্রাট’ পাবলো এসকোবারের জীবনীভিত্তিক একটি টিভি সিরিয়ালের ভিডিও ছিল। ১৯৯৩ সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে এসকোবার গুলিতে নিহত হন। ব্রাজিলীয় মাদক হোতা জার্ভিস চিমেনেস পাভা ওই একই সেলে থাকতেন। বিস্ফোরক ব্যবহার করে কারাগারের দেয়ালে গর্ত তৈরি করে পাভাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন খবরের ভিত্তিতে সেলটিতে অভিযান চালায় পুলিশ। আগামী বছর তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা। তারপর তাকে ব্রাজিলের কাছে হস্তান্তর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
কারাগারে অভিযানের পর পাভাওকে তার বিলাসবহুল সেল থেকে সরিয়ে অন্য একটি সেলে রাখা হয়েছে। সেলটির ভিতরের সব সাজসজ্জা এখন ধ্বংস করে ফেলা হচ্ছে বলে প্যারাগুয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে। এর সঙ্গে জড়িত কর্মকর্তারাদের চিহ্নিত করতে করতে তদন্ত করছে কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates