ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, রাশিয়ার একজন অ্যাকটিভিস্ট তাদের দেশে আশ্রয়ের আবেদন করেছেন। রোমান রোজলেবটসেভ (৩৬) নামে ওই ব্যক্তি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখোশ পরে বিক্ষোভের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছেন।
রাশিয়ার বর্তমান বিক্ষোভ সংক্রান্ত আইন সংস্কার করার দাবিতে পুতিনের মুখোশ পরেই আন্দোলন চালাচ্ছিলেন তিনি। এই আইনে একজনের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে। সম্প্রতি তিনি বেলারুশ থেকে ইউক্রেনে পাড়ি জমান।
স্থানীয় এক টেলিভিশনে দেওয়া সাক্ষাত্কারে রোজলেবটসেভ বলেন, রাশিয়ার নিরাপত্তা বাহিনীর দ্বারা তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তাই তিনি বাধ্য হয়ে এই আশ্রয় প্রার্থনা করেছেন।
ইউক্রেনের বর্ডার এজেন্সি জানায়, এ সংক্রান্ত একটি আবেদন তাদের কাছে এসেছে। অভিবাসন কর্তৃপক্ষ তা পর্যালোচনা করে দেখছে। বর্ডার এজেন্সি তাদের এক বিবৃতিতে ওই ব্যক্তির নাম প্রকাশ না করে বলেছে, রাশিয়ার একজন বিখ্যাত লেখক এবং বহু পরিচিত ব্যক্তি তাদের কাছে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। তিনি রুশ প্রেসিডেন্টের মুখোশ পরে বিক্ষোভ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন।
মস্কোর রেড স্কয়ারে পুতিনের মুখোশ লাগিয়ে বিক্ষোভ করার কারণে তাকে ৯ বার আটক করা হয়। কর্তৃপক্ষ বলেছে, তিনি যে কার্যকলাপ করেছেন তা রাশিয়ার বিক্ষোভ সংক্রান্ত আইনের পরিপন্থী। উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের ভূখণ্ড ক্রিমিয়া রাশিয়া দখল করে নিলে তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটে। -বিবিসি
No comments:
Post a Comment