বুধবার সকালে টিকিট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনায় হিকিকে আটক করে ব্রাজিল পুলিশ। শারীরিক অসুস্থতার কারণে প্রথমে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। তার জামিনের আবেদন নাকচ করে এই নির্দেশ দেয়া হয়।
অভিযোগ ওঠার পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ইউরোপিয়ান অলিম্পিক কমিটি ও অলিম্পিক কাউন্সিল অব আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ডের সদস্য হিকি। তবে তিনি তার সকল পদ থেকে সাময়িকভাবে ইস্তফা দেয়ার ঘোষণা দেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, হিকি অবৈধভাবে অলিম্পিকের টিকিট দালালদের কাছে বিক্রি করেছেন। আর দালালরা সেই টিকিট চড়া মূল্যে ক্রীড়াপ্রেমীদের কাছে বিক্রি করেন। রিওতে অবৈধ ৮০০ টিকিটসহ এক দালাল গ্রেফতার হওয়ার একদিন পর আটক হলেন হিকি। পুলিশ জানায়, গ্রেফতার করতে আসলে পালানোর চেষ্টা করেন হিকি।
পুলিশ জানিয়েছে, অলিম্পিক কাউন্সিল অব আয়ারল্যান্ডের (ওসিআই) সভাপতি হিকির দুর্নীতির বিরুদ্ধে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। ওসিআই অলিম্পিকের টিকিট কেভিন ম্যালনের নেতৃত্বাধীন ব্রিটিশ কোম্পানি টিএইচজির কাছে অবৈধভাবে বিক্রি করেছে বলে তাদের দাবি। বিবিসি


No comments:
Post a Comment