রিও অলিম্পিক ভিলেজের কাছেই গুলিত নিহত হয়েছেন এক রুশ কুটনীতিক। বৃহস্পতিবার রিও ২০১৬ অ্যাথলেট ভিলেজের কাছে বারা ডি টিজুকায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে ৬০ বছর বয়সি ওই কুটনীতিককে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
স্থানীয় সংবাদ মাধ্যম গ্লোবো জানায়, স্ত্রী ও কন্যাকে নিয়ে গাড়িতে করে এভিনিউ ডাস আমেরিকাসের অলিম্পিক পার্কের কাছ দিয়ে যাবার সময় একটি ট্রাফিক জ্যামে আটকে যান ওই কূটনীতিক।
এসময় দু’জন মোটরসাইকেল আরোহীর একজন তার ব্যবহৃত প্রাইভেট কারের জানালার কাচ ভেঙ্গে বন্দুক বের করে গুলি করে । ঘটনাস্থলেই মারা যান ওই কূটনীতিক। এরপর আততায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
অলিম্পিক গেমসকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য ৮৫ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। তাদের ওই নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে হত্যাকান্ডের এই ঘটনাটি ঘটল। ভেন্যু ও হোটেলগুলোর যোগাযোগের হাব হিসেবে বিবেচিত স্থানে এমন হত্যাকান্ডের ঘটনাটি সবার মধ্যে আতংকের সৃষ্টি করেছে।


No comments:
Post a Comment