Social Icons

Friday, August 5, 2016

টেবিল পরিস্কারের কাজ করছেন ওবামা কন্যা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টের মেয়ে, এক অর্থে বলা চলে ‘রাজকন্যা’। অথচ সেই ওবামাকন্যাই কাজ করছেন রেস্তোরাঁয়। কখনো ক্যাশ কাউন্টারে কখনোবা টেবিল পরিস্কার। এভাবেই সময় কাটছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৫ বছর বয়সী মেয়ে সাশার।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, এবারের গ্রীষ্মকালীন অবকাশ পেয়েই সাশা ওবামা পরিবারের পরিচিত ম্যাসাচুসেটসের মার্থা’স ভিনিয়ার্ড আইল্যান্ডে ন্যান্সি’স রেস্টুরেন্টে কাজ করছেন। তিনি এ কাজ করবেন আগামী শনিবার পর্যন্ত।
 
সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওবামাকন্যা রেস্টুরেন্টের নীল টি-শার্ট ও ক্যাপ পরে ক্যাশ কাউন্টারে কাজ করছেন। তবে তার আশপাশে আছেন গোয়েন্দা সংস্থার ৬ কর্মকর্তা।
 
সাশার একজন সহকর্মী সংবাদমাধ্যমকে বলেন, ‘ও রেস্তোরাঁর নিচতলায় কাজ করছিলো। আমরা খেয়াল করছিলাম ওকে ছয়জন লোক সহযোগিতা করছিলো। পরে চিনতে পারলাম মেয়েটা আসলে কে!’
 
এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে ফার্স্ট লেডি মিশেল ওবামা বরাবরই বলে আসছেন, তিনি তার সন্তানদের যথাসম্ভব সাধারণ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
 
সংবাদমাধ্যমের তথ্যমতে, সাশা প্রতিদিন সকালে ৪ ঘণ্টা করে দায়িত্ব পালন করছেন। কাজ শেষে তাকে আবাসস্থলে পৌঁছে দেন গোয়েন্দা সংস্থার কর্মীরা। শনিবার প্রেসিডেন্ট ওবামা গ্রীষ্মকালীন অবকাশে পরিবারসহ মার্থা’স ভিনিয়ার্ডে বেড়াতে এলে চাকরি থেকে আপাতত ছুটি নেবেন সাশা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates