বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। বৃহস্পতির মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান ক্রিকেট পরিচালনা বোর্ডের পরিচালক জন কার।
জন কার বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট।
এর আগে বাংলাদেশ এশিয়া কাপ ও বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে-এমন কথা বললে সাংবাদিকদের জন কার বলেন, আইসিসি এসব ইভেন্ট আয়োজন করে। ইংল্যাল্ড আসবে কি আসবে না সেটি আমি বলতে পারব না। আমাদের কাজ প্রতিবেদনে দেয়া। আমরা দেশে ফিরে আমাদের প্রতিবেদন দেব। এরপর ইংল্যার্ডের ক্রিকেট বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনদিনের সফরে বুধবার ঢাকায় এসে পৌঁছায় ইংল্যান্ডের প্রতিনিধি দল। বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। এরপর দুপুর দেড়টার দিকে তারা মিরপুর স্টেডিয়ামে আসে। সেখানে তারা ড্রেসিংরুম, মেডিকেল রুম ও স্টেডিয়াম পরিদর্শন করেন। দুপুর দুইটার দিকে তারা স্টেডিয়াম ত্যাগ করেন।


No comments:
Post a Comment