অনেকে ভাবতে শুরু করে দিয়েছিলেন, রিও অলিম্পিকে বুঝি আর পদক জেতা হবেনা ভারতের। বিশ্বের দ্বিতীয় জনসংখ্যাবহুল দেশের অ্যথলেটরা হতাশ করছিলেন কোটি কোটি মানুষকে।
তবে অপেক্ষার অবসান ঘটলো। স্বাক্ষী মালিকের হাত ধরে রিও অলিম্পিকের প্রথম পদকের দেখা পেল ভারত।
মেয়েদের ৫৮ কেজি কুস্তিতে কিরগিজস্তানের আইসুলুন তাইনাইবেকোভাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন ২৩ বছরের এই তরুণী। সেই সঙ্গে ভারতের ইতিহাসে কুস্তিতে প্রথম কোনো পদক জিতলেন তিনি।
২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা ও ২০১৪ ইনচেহন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী এমন সাক্ষী জয়ের পর বলেন, ‘আমি কখনও ভাবিনি প্রথম ভারতীয় নারী হিসেবে কুস্তিতে অলিম্পিক পদক জিতবো। আমি আশাকরি ভবিষ্যতে দেশের অন্য কুস্তিবিদরা আরও ভালো করবে।’
এবারের আসরে এখন পর্যন্ত এই একটি পদক জিতেছে ভারত। এর আগে গত লন্ডন অলিম্পিকে ভারত দুটি রুপাসহ ছয়টি পদক জিতেছিল। বেইজিং ২০০৮ অলিম্পিকে তিনটি পদক জিতলেও স্বর্ণ এনে দিয়েছিলেন অভিনব বিন্দ্রা। ভারত সর্বশেষ ১৯৯২ অলিম্পিকে ফিরেছিল খালি হাতে।


No comments:
Post a Comment