মৌসুমের সেরা টাইমিং করে রিও অলিম্পিকে ২০০ মিটার দৌড়ের ফাইনাল নিশ্চিত করলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। তবে বাদ পড়েছেন তার সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন ও ইয়োহান ব্লেক।
অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ জয়ের লক্ষে আরও এক ধাপ এগিয়ে গেলেন বোল্ট। এর আগে ১০০ মিটারের দৌড়ে স্বর্ণ নিশ্চিত করেন তিনি। আর ৪০০ মিটার রিলেতেও আশাবাদী বেইজিং ও লন্ডনে ট্রিপল জয়ী এ তারকা। এদিন জিততে তিনি সময় নেন ১৯.৭৮ সেকেন্ড।
তৃতীয় সেমিফাইনালে এদিন অঘটনের জন্ম দেন গ্যাটলিন ও ব্লেক। যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্যাটলিন সময় নেন ২০.১৩ সেকেন্ড। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেকও জায়গা করে নিতে পারেননি ফাইনালে।
সেমিফাইনালের লড়াই তাই নিজেকে কিছুটা নির্ভার করেই দৌড়েছিলেন বোল্ট। তবে দ্বিতীয় হওয়া কানাডার আন্দ্রে ডি গ্রাস বোল্টের সঙ্গে বেশ ভালোই তাল মিলিয়েছিলেন। তার সময় ছিল ১৯.৮০। ১৯.৯৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ল্যাশওয়ান মেরিট।
সেমিফাইনালে সেরা আট হয়ে ফাইনালে জায়গা করে নেওয়া অন্যরা হলেন, ক্রিস্টেফে লেমাইত্রি (২০.০১), আলোনসো এডওয়ার্ড (২০.০৭), অ্যাডাম জিমিলি (২০.০৮), রামিল গুলিয়েভ (২০.০৯) ও চুরান্ডি মার্টিনা (২০.১০)।


No comments:
Post a Comment