Social Icons

Saturday, August 6, 2016

ভাড়াটিয়াদের পরিচয়পত্র দেবে ডিএমপি

এখন থেকে রাজধানীর ভাড়াটিদের নাম ও নম্বর সংবলিত ভাড়াটিয়া পরিচয়পত্র দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার সকালে ডিএমপি সদর দপ্তরে ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান। সম্প্রতি জঙ্গি তৎপরতায় আটকদের বেশির ভাগই রাজধানীতে মেসবাসা ভাড়া থাকেন। মেসবাসা ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছে জঙ্গি আস্তানাও। এরপর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি। এতে এখন পুলিশি ঝামেলা এড়াতে ব্যাচলরদের বাসা ভাড়া দেওয়ায় গড়িমসি করছেন বাড়ির মালিকরা।  
তিনি বলেন, ইতিমধ্যে আমরা ২০ লাখ ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ করেছি। এসব ফর্ম পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের ডিএমপির পক্ষ থেকে ভাড়াটিয়া আইডি দেওয়া হবে। ডিএমপি কমিশনার বলেন, একজন ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাবেন, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানিয়ে দেবেন।
কমিশনার বলেন, রাজধানীবাসীর নিরাপত্তায় এলাকায় এলাকায় ব্লক রেইড চলছে। সঠিক পরিচয়পত্র দেখাতে পারলে কাউকে যেন হয়রানি না করা হয় সে ব্যাপারে সব পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও কেউ হয়রানি হলে সরাসরি আমাদের ডিএমপি ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করুন, আমরা ব্যবস্থা নেব।
বাড়ি মালিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে পারেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়, ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন, ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান প্রমুখ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates