তিনি অবিলম্বে হুম্মামের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, 'এভাবে একটা দেশ চলতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য এখন দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।'
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, 'বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর নির্মম ও অমানবিক আচরণে সারাদেশটাই এখন একটা বিশাল কারাগারে রুপান্তরিত হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গ্রেফতারের যে হিড়িক চলছে তাতে এ কথা সন্দেহাতীতভাবে বলা যায় যে, সরকার তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে। হুম্মাম কাদের চৌধুরীকে আদালত চত্বর থেকে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া সেটিরই বহিঃপ্রকাশ।'
উল্লেখ্য, বৃহস্পতিবার হুম্মাম কাদের চৌধুরীকে ডিবি পুলিশের পরিচয়ে আদালত চত্বর থেকে গাড়িতে উঠিয়ে নেয়া হয় বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী চৌধুরী মো. গালীব রাগীব। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।


No comments:
Post a Comment