দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা যুক্তরাষ্ট্রের বিতর্কিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা- থাডের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে চীন। খবর বিবিসির।
কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক বাহিনী এই ব্যবস্থাটি চালু হওয়ার ঘোষণা দেয় এবং তার পরপরই চীনের পক্ষ থেকে এই দাবি জানানো হলো।
এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষায় চীন প্রয়োজনে শক্ত ব্যবস্থা নেবে। তবে কি ব্যবস্থা নেব- তা উহ্য রেখেছে চীন।
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে চীন বারবারই আপত্তি জানিয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, চীনের উদ্বেগ- থাডের রাডারের পরিধির কারণে তাদের সামরিক বাহিনীর নিরাপত্তা অভিযানেও হস্তক্ষেপ করতে পারবে যুক্তরাষ্ট্র এবং এই নজরদারিতে অঞ্চলের সামরিক ভারসাম্য নষ্ট হবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সঙ্গে দেখা করার ব্যাপারে যে আগ্রহ প্রকাশ করেছেন চীন তাকে স্বাগত জানিয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষার যুক্তিতে থাড বা টার্মিনাল হাই অ্যালটিটুড এরিয়া ডিফেন্স দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলীয় কাউন্টি সেয়ংজুর একটি পরিত্যাক্ত গলফ কোর্সে স্থাপন করা হয়েছে।
তবে এই ব্যবস্থা নিয়ে খোদ দক্ষিণ কোরিয়ার ভেতরেই বিতর্ক রয়েছে। সেখানে এটি স্থাপনের প্রতিবাদে আশপাশের বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছে। স্থানীয় অনেকের ধারণা, স্টিস্টেমটি সম্ভাব্য একটি লক্ষ্যস্থল হওয়ায় তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
No comments:
Post a Comment