উঁচু আকাশ দিয়ে উড়তে সক্ষম গোয়েন্দা ড্রোন জাপানে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি চালানোর লক্ষ্য এ ড্রোন মোতায়েন করা হয়। পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন ওয়াশিংটনের টানাপড়েন তুঙ্গে তখন এ ড্রোন মোতায়েন করা হলো।
আরকিউ-৪ গ্লোবাল হক নামের এ ড্রোন টোকিওর ইয়োকোতা বিমান ঘাঁটিতে পৌঁছে সোমবার। ১৫ কিলোমিটার বা তার চেয়ে উচ্চতা থেকে তথ্য জোগাড়ের সক্ষমতা আছে আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোনের। অবশ্য হামলা চালানোর সক্ষমতা এ ড্রোনের নেই।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইয়োকোতা বিমান ঘাঁটি থেকে ড্রোনের উড্ডয়ন এবং অবতরণ নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে এই ড্রোন দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর কাজ নিয়ন্ত্রণ হবে। আরো চারটি আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন এবং ১১০ জন কর্মী শিগগিরই জাপানে পাঠানো হব বলেও জানানো হয়েছে। জাপানের নিরাপত্তা নিশ্চিত করতেই ড্রোন ও কর্মী বাহিনী দেশটিতে মোতায়েন করা হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
No comments:
Post a Comment