Social Icons

Thursday, May 4, 2017

পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে


আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা, কারিগরি ও বিআইএসই শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার এবারো ছেলেদের তুলনায় ভাল ফলাফল করেছে মেয়েরা।
 
এবার দেশের ১০টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এদের মধ্যে ছাত্রদের পাসের হার ৭৯ দশমিক ৯৩ শতাংশ। আর ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৭৮ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ বেশি।
 
অন্যদিকে টানা ৬ বছর ধরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মেয়েদের তুলনায় জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ছেলেরা। এ বছর ৫৩ হাজার ৪৮৮ ছাত্র এবং ৫১ হাজার ২৭৩ ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
 
গত ৬ বছরের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, গত বছর ৫৭ হাজার ৭২৭ জন ছেলে ও ৫২ হাজার ৩৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছিল। ২০১৫ সালে ৬০ হাজার ৩৭০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৩১ জন ছাত্রী, ২০১৪ সালে ৭৭ হাজার ৫৫১ ছাত্র ও ৬৪ হাজার ৭২৫ ছাত্রী, ২০১৩ সালে ৫২ হাজার ৩৯২ ছাত্র ও ৩৮ হাজার ৮৩৪ ছাত্রী এবং ২০১১ সালে ৪৫ হাজার ৮৬০ ছাত্র ও ৩০ হাজার ৮৮৯ ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।
 
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর সব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন। এদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৭ হাজার ৬৮৮ জন। আর ছাত্রী পাস করেছে ৭ লাখ ৪ হাজার ৩৪ জন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates