ভারতের সঙ্গে তুরস্কের ৬.৫ বিলিয়ন বার্ষিক বাণিজ্য ‘যথেষ্ট নয়’ এবং তা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ভারত সফররত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘টিআরটি হাবের’ সম্প্রচারিত এই সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘আমি মনে করি এটি ১০ বিলিয়ন ডলারে উন্নীত করলে তা উপকার বয়ে আনবে।’
তিনি বলেন, তিনি বিশ্বাস করেন যে, তার দেশীয় ফেতুল্লাহ গুলেন নেটওয়ার্ককে বহিষ্কার করার জন্য হিন্দুস্তান পদক্ষেপ গ্রহণ করবে।
গত বছরের জুলাই মাসে একটি ব্যর্থ অভ্যুত্থানের জন্য আঙ্কারা ফেতুল্লাহ গুলেন নেটওয়ার্ককে দায়ী করে আসছে।
এর আগে এরদোগানকে স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও তুরস্কের উচিৎ হবে ইতোমধ্যে গড়ে ওঠা তাদের ইতিবাচক ব্যবসা এবং রাজনৈতিক বন্ধনকে আরো জোরদার করা।
রবিবার সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছান এরদোগান। এই সফরে এরদোগানের সঙ্গে তুরস্কের একটি বিশাল ব্যবসায়ী প্রতিনিধিদল সফর করছে।
মোদী বলেন, সর্বশেষ ২০০৮ সালে এরদোগানের ভারত সফর করার পর দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুনেরও বেশি হয়েছে এবং এটি বৃদ্ধির আরো বিশাল সম্ভাবনা রয়েছে।
সোমবার এরদোগানের ভারত সফরের শেষ পর্যায়ে একটি চুক্তিতে পৌঁছাতে পারে বলে উভয় দেশের কর্মকর্তারা আশা করছেন।
সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা
No comments:
Post a Comment