মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের স্বীকার রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসবেন হলিউডের খ্যাতনামা অভিনেত্রী ও জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।
বৃহস্পতিবার দুপুরে বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদনে জানানো হয়, মিয়ানমার সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে সহানুভূতির হাত বাড়াতে চান এ অভিনেত্রী। এর আগে কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক এই শুভেচ্ছাদূত।
তিনি মিয়ানমারে সেনাবাহিনীর অভিযান ও সেখানকার সহিংস ঘটনায় প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা, বিশেষ করে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনার চরম নিন্দা জানান।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, এর আগে ‘সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এ্যবিউজ’ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে একটি বৈঠক করেন জোলি।
অ্যাঞ্জেলিনা জোলি যেন রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহ ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন সেই আহ্বান জানানো হয় ওই বৈঠকে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে সেটার ভূয়সী প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।
তবে জোলি বা তার ম্যানেজার এখনও বাংলাদেশে আসার সফরসূচির দিনক্ষণ নিশ্চিত করেননি।
No comments:
Post a Comment