Friday, November 17, 2017
৪৪ নাবিকসহ আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজ
কমপক্ষে ৪৪ জন নাবিকসহ আর্জেন্টিনার নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। শুক্রবার কন্টোল রুমের সঙ্গে যোগাযোগ হারানো ডুবোজাহাজটির সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। খবর বিবিসির।
নৌবাহিনীর একজন মুখপাত্র জানায়, দুইদিন আগে ডুবোজাহাজটি নিখোঁজের আগে সর্বশেষ আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলের সাগরে থাকা অবস্থায় যোগাযোগ হয়।
নৌবাহিনীর মুখপাত্র এনরিখ বালবি জানায়, এখানে যদি যোগাযোগ সমস্যা হতো তবে ডুবোযানটি উপরিভাগে ভেসে ওঠতো।
তিরি আরও জানান, সাবমেরিনটি বেশ কয়েকদিন চলতে পারবে, এমন পরিমান খাবারের সরবরাহ রয়েছে। যোগাযোগ সমস্যাগুলোর মধ্যেও এটি বেশ কয়েকদিন কাটিয়ে দিতে পারবে।
মুখপাত্র জানান, এই ঘটনায় যোগাযোগ সমস্যা ছাড়া আমরা আর কিছু ভাবছি না। জার্মানির তৈরি এই সাবটিতে হয়তো কোনো বৈদ্যুতিক গোলযোগ হয়েছে।
Labels:
আন্তর্জাতিক,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment