অবশেষে পদত্যাগ করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসনের জন্য প্রস্তাব আনার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
১৯৮০ সালে দেশটির স্বাধীনতা লাভের পর প্রায় ৩৭ বছর দেশ পরিচালনার পর মঙ্গলবার ৯৩ বছর বয়সী মুগাবে পদত্যাগ করলেন।
কয়েক দিন আগে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্টকে গৃহবন্দি করে পদত্যাগের জন্য চেষ্টা করছিল। কিন্তু কোনোভাবেই তিনি পদত্যাগে রাজি না হওয়ায় মঙ্গলবার পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়।
এদিকে মঙ্গলবার পার্লামেন্টে এ প্রস্তাবা আনার পর পরই হারারেতে পার্লামেন্ট ভবনের বাইরে লোকজন জমায়েত হয়ে অভিশংসনের উদ্যোগের প্রতি সমর্থন জানায়। খবর বিবিসির।
এর আগে মুগাবে পদত্যাগ না করার ঘোষণা দিয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকেন। কিন্তু অধিকাংশ মন্ত্রীই তার ডাকে সাড়া দেননি এবং তারা এতে যোগ দেননি।
এর আগে পদত্যাগের জন্য মুগাবেকে তার নিজের দল জানু-পিএফ পার্টি ২৪ ঘণ্টার যে সময় বেঁধে দিয়েছিল তারও সময় অতিক্রান্ত হয়েছে সোমবার।
অন্যদিকে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, মুগাবের ভবিষ্যৎ নিয়ে তাদের একটা 'রোডম্যাপ' বা 'পরিকল্পনা' রয়েছে।
No comments:
Post a Comment