আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে নিজের ফিটনেস ফেরানোর জন্য ঘাম ঝড়াচ্ছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবল তারকা নেইমার। ব্রাজিলের হয়ে লড়াইয়ে নামার আগে বিশাল চাপের বোঝা ভর করেছে তার উপর। যে কারণে নেইমার মঙ্গলবার বলেছেন, 'কেউ আমার মতো আতংকে নেই।'
গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে রয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা নেইমার। তবে তিনি জানেন ফুটবল পাগল ব্রাজিলের সব জনগনই চায় তিনি সুস্থ হয়ে ফিরে বিশ্বকাপে তাদের স্বপ্ন পূরণ করুক।
ব্রাজিলীয় গ্লোবো টিভিকে নেইমার বলেন, 'আমি জানি মানুষ আমাকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন। কিন্তু কেউ আমার চেয়ে বেশি নয়, কেউ ফিরে আসার বিষয়ে আমার মতো নার্ভাস নয়, কেউ আমার মতো আতঙ্কিত নয়।'
গত ২৫ ফেব্রুয়ারি পিএসজির হয়ে মার্শেইয়ের বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে ইনজুরির কবলে পড়েন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। যে কারণে ডান পায়ের অস্ত্রোপচাপারের সম্মুখীন হতে হয়েছে ২৬ বছর বয়সি ব্রাজিলীয় সুপার স্টারকে। এর পর থেকে তিনি বিশ্বকাপ নিয়েই বেশি মনোযোগী হয়ে পড়েছেন।
নেইমার বলেন, 'বর্তমানে আমি খুবই কঠিন সময় কাটাচ্ছি। আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে কঠিনতম সময় এখন। কারণ আমি নিজের স্বপ্ন পুরনের খুব কাছে চলে এসেছি। আর সেটি হচ্ছে বিশ্বকাপ।'
সর্বশেষ নিজেদের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণের সময় ঘাড়ের একটি হাড় ভেঙ্গে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হয় নেইমারকে। যে কারণে তিনি অংশ নিতে পারেনি জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে। ওই ম্যাচে ৭-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে স্বাগতিক ব্রাজিল।
নেইমার বলেন, 'আমি আবারো এমন আসরে খেলার সুযোগ পাওয়ার জন্য সৃষ্টকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। যার মাধ্যমে আমি দেশকে চ্যাম্পিয়ন শিরোপা এনে দেয়ার চেষ্টা করতে পারব। এটি ছিল ছেলেবেলা থেকে আমার স্বপ্ন। এটিই আমার লক্ষ্য। আশা করছি এটি হবে আমার কাপ।'
মঙ্গলবার ঘোষিত ব্রাজিলের ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে নেইমারকে। আগামী ১৪ জুন রাশিয়ায় শুরু হবে ২০১৮ বিশ্বকাপ। এ আসর দিয়ে ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে চায় ব্রাজিল।
গত রবিবার থেকে পিএসজির হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার। সেখানে যদি ভালভাবে অনুশীলন করতে পারেন, তাহলে বিশ্বকাপের আগে দলের হয়ে অনুশীলন ম্যাচে অংশ নিবেন নেইমার। আগামী ৩ জুন লিভারপুলে ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুশীলন ম্যাচে অংশ নিবে ব্রাজিল। তিন দিন পর ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি অনুশীলন ম্যাচ খেলবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগামী ১৭ জুন রাশিয়ার রোস্তভে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। গ্রুপপর্বে তাদের বাকী দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।
No comments:
Post a Comment