Social Icons

Wednesday, May 16, 2018

বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণা করল ব্রাজিল


রাশিয়া বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণা করে করলেন ব্রাজিলের কোচ তিতে। আগেই অনুমান করা যাচ্ছিল ব্রাজিল ২৩ জনেরই দল ঘোষণা করবে। ফলে চূড়ান্ত দল ঘোষণায় আপাতত কোনো চমক নেই। তাদের দলের চারজন বাদে বাকি সবাই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোয় খেলেন।
বিশ্বকাপ দল বানানো যেকোনো কোচের কঠিন পরীক্ষাগুলোর একটি। তবে তিতের জন্য কাজটা সহজ হয়ে গিয়েছিল আগেই। এই দলটা ‘দল’ হয়ে উঠেছে অনেক দিন হলো। সেই চেনামুখগুলোই থাকল তিতের দলে। তার ওপর হতাশার বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলটাকে তার আসল হলুদ নির্যাস ফিরিয়ে আনার এই কারিগর ১৬ জনের নাম ঘোষণা করে দিয়েছিলেন আগেই। এর মধ্যে কেবল একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। চোটের কারণে ছিটকে গেছেন দানি আলভেজ।
পুরোনো তালিকার ১৫ জনের সঙ্গে যুক্ত হলো ৮ জন। আলভেজের জায়গায় এসেছেন করিন্থিয়ানসের ফুলব্যাক ফাগনার। যদিও একাদশে জায়গা পেতে ম্যানচেস্টার সিটির দানিলোর সঙ্গে লড়াই করতে হবে তাকে।
ঘরের মাঠের বিশ্বকাপের পর টানা দুটি কোপা আমেরিকায় ব্রাজিল নামের সঙ্গে বেমানান লজ্জার রেকর্ড গড়ে বিদায় নেওয়া ব্রাজিলকে উদ্ধার করতে ২০১৬-র জুনে দায়িত্ব নেন তিতে। গত দুই বছরে ধীরে ধীরে দলটাকে গড়েছেন। ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন ৬৪ জনকে। এদের মধ্যে বেছে নিয়েছেন বিশ্বকাপের ২৩।
আবারও অপ্রতিরোধ্য হয়ে ওঠা ব্রাজিলকে ধরা হচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট। ১৮ ম্যাচের দীর্ঘ বাছাইপর্বে একটি ম্যাচও তারা হারেনি। দুটি ড্র, ১৬ ম্যাচে জয়। সব মিলিয়ে গোলই হজম করেছে মাত্র তিনটি। এর একটি পেনাল্টি থেকে আরেকটি আত্মঘাতী। শুধু নেইমারের নেতৃত্বে গড়া আক্রমণভাগ, মাঝমাঠের সেরা খেলোয়াড়দের নিয়ে নয়, অটুট-অটল রক্ষণ নিয়েও ব্রাজিল এবার হাজির হবে বিশ্বকাপে। ব্রাজিলের শিরোপা-প্রতিদ্বন্দ্বীদের জন্য ২৩ জনের এই দলটা হয়ে উঠতে পারে রীতিমতো আতঙ্ক।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলকিপার : আলিসন (রোমা), এদেরসন (ম্যান সিটি), কাসিও (করিন্থিয়ানস)।
ডিফেন্ডার : মার্সেলো (রিয়াল), দানিলো (ম্যান সিটি), থিয়াগো সিলভা (পিএসজি), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো), ফাগনার (করিন্থিয়ানস), মার্কুইনহস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), পেদ্রো জেরোমেল (গ্রেমিও)।
মিডফিল্ডার : উইলিয়ান (চেলসি), ফার্নানদিনহো (ম্যান সিটি), পাউলিনিহো (বার্সা), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), কাসেমিরো (রিয়াল), ফিলিপে কুতিনিহো (বার্সা) ফ্রেড (শাখতার)।
ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), ডগলাস কস্তা (জুভেন্টাস), তাইসন (শাখতার)।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates