Social Icons

Wednesday, May 16, 2018

ব্রাজিলের ইস্পাত রফতানিতে ধারাবাহিক মন্দাভাব

ব্রাজিলের ইস্পাত রফতানি খাতে ধারাবাহিক মন্দাভাব বজায় রয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ইস্পাত রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১১ শতাংশের বেশি কমেছে। ব্রাজিলের মিনিস্ট্রি অব ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড ফরেন ট্রেডের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস ইনসাইডার।
ব্রাজিলের সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি-এপ্রিল সময়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৮ লাখ ৬৩ হাজার ৮০৭ টন ইস্পাত রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ কম। এ সময় ইস্পাত রফতানি বাবদ ব্রাজিলের আয় দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ডলারে। এক বছরের ব্যবধানে ইস্পাত রফতানি বাবদ দেশটির আয় দশমিক ৭ শতাংশ কমেছে বলে জানানো হয়েছে।
মাসভিত্তিক হিসাবে, সর্বশেষ এপ্রিলে দেশটি মোট ১ লাখ ৭৩ হাজার ৪০০ টন ইস্পাত রফতানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ কম।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates