Saturday, May 19, 2018
ব্রাজিল সোশ্যাল মিডিয়াকে প্রবাসীদের তথ্য চেয়ে নোটিশ ।
ব্রাজিল সরকারের তথ্য মন্ত্রণালয় দেশটিতে অবস্থানরত সকল প্রবাসীদের তথ্য চেয়ে নোটিশ দিয়েছেন সকল সোশ্যাল মিডিয়াতে । ব্রাজিলে বর্তমানে আন্তর্জাতিক চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে প্রবাসীদের সম্পৃক্ততা পেয়েছেন দেশটির সিভিল পুলিশ। তাই দেশের নিরাপত্তা ও সুরক্ষার সুবিধার্থে মোবাইল, টেলিফোন,ফেইসবুক,হোয়াটসঅ্যাপ,ইমু,ভাইবার সহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য চেয়ে নোটিশ দিয়েছেন দেশটির তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ।সম্প্রতি ব্রাজিলের কুখ্যাত আন্তর্জাতিক মাফিয়া ডন এর তথ্য চেয়ে ব্রাজিল সরকার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সংস্থার বরাবর একটি নোটিশ জারি করে ।কিন্তু সংস্থাটি সেই মাফিয়া ডন এর সকল তথ্য দিতে অস্বীকৃতি জানালে ফেসবুকের ব্রাজিল শাখার পরিচালক ও ব্রাজিল হোয়াটসঅ্যাপ এর কান্ট্রি ডিরেক্টরকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ব্রাজিলর একটি আদালত ।অবশেষে কয়েক কোটি ডলারের জরিমানা দিয়ে মুক্তি পায় সেই দুই কর্মকর্তা । বর্তমানে ব্রাজিল কয়েক লক্ষ প্রবাসী রয়েছে যারা ব্রাজিলে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। দেশটির গোয়েন্দা সংস্থার দাবি আন্তর্জাতিক অপরাধ চক্রের সাথে বেশকিছু বিদেশি নাগরিকের যোগসুত্র রয়েছে ।তাই তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে ব্রাজিলের সকল সোশ্যাল মিডিয়াকে নির্দেশ দিয়েছেন সকল প্রবাসীর তথ্য দেওয়ার জন্য ।এখন থেকেই সকল বিদেশিদের মোবাইল টেলিফোনের কল লিস্ট নজরদারিতে থাকবে । সেই সাথে সোশ্যাল মিডিয়ার সকল তথ্য ।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment